ক্লাসিক ও নুরানী মহল্লার টানা দ্বিতীয় জয়
৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
খুলনা টেক্সটাইল মিল্স কলোনী মাঠে অনুষ্ঠিত ৭ম আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে নুরানী মহলা একাদশ ও ক্লাসিক বোর্ড সেন্টার। এর ফলে এ দু’দলেরই দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ আরও সহজ হয়ে গেলো।
দিনের প্রথম ম্যাচে সকাল ৮টায় বয়রা সবুজ সংঘকে ১৩ রানে হারিয়েছে সোনাডাঙ্গা নুরানী মহলা একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে নুরানী মহলা একাদশ ৮০ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বয়রা তরুণ সংঘ ৬৭ রানে অলআউট হয়। খেলায় বিজয়ী দলের বন্ধন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
দিনের দ্বিতীয় খেলায় সকাল ১০টায় ফাতেমা এন্টারপ্রাইজকে সুপার ওভারে পরাজিত করে টানা দ্বিতীয় জয় পেয়েছে ক্লাসিক বোর্ড সেন্টার। প্রথম ব্যাট করতে নেমে ফাতেমা এন্টারপ্রাইজ ৮৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ক্লাসিক বোর্ড সেন্টারও একই রানে থামে। এরপর সুপার ওভারে ক্লাসিক বোর্ড সেন্টার ম্যাচ জিতে নেয়। খেলায় বিজয়ী দলের দিপু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
দিনের তৃতীয় খেলায় বিকাল ৪টায় নুরানী মহলা একাদশের ঝড়ো ব্যাটিংয়ের কাছ পরাজিত হয় শেখ শহীদ স্মৃতি সংঘ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে নুরানী মহলা একাদশ ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে শেখ শহীদ স্মৃতি সংঘ ৯৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। খেলায় বিজয়ী দলের জালাল মৃধা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ তিনটি পরিচালনা করেন আম্পায়ার মো. সুজন আকন ও আব্দুল আজিজ।
খেলা চলাকালে মাঠে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. নূর ইসলাম ফরাজী, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু প্রমুখ। আজও একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে।