ক্রেতা দর্শকদের পদচারণায় মুখর একুশে বইমেলা
দ. প্রতিবেদক
গতকাল বুধবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ১২ তম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৪টায় খুলনা জিলা স্কুলের ছাত্রদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল ৫টায় বইমেলার মঞ্চে খুসাস এর পরিবেশনায় আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আওয়ামী শিল্পী গোষ্ঠী, খুলনা ও রবীন্দ্র নজরুল সম্মিলন পরিষদ, দৌলতপুর, খুলনা এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী গোলাম সারোয়ার, সুমনা সিরাজ সুমী, নূরুন্নাহার হীরা ও কিশোর কুমার বাড়ৈ। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।