December 22, 2024
জাতীয়

ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক আজিজ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আজিজ কুমিল­ার চান্দিনা উপজেলার সোনাকান্দী এলাকার গোলাম মোস্তফার ছেলে তারেক।

মাদ্রাসাছাত্র আজিজের ভগ্নিপতি আল আমীন জানান, আজিজ যাত্রাবাড়ীর উম্মে শরিয়া মাদ্রাসায় থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো। সকালে সহপাঠীদের সঙ্গে সে যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার সময় বলটি মাঠের বাইরে চলে গেলে আজিজ টিনের বেড়া টপকে বলটি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত মাদ্রাসা ছাত্রের মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *