ক্রিকেটার রিপনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
দ: প্রতিবেদক
খুলনার খালিশপুর ক্লিনিকে ভুল চিকিৎসায় নিহত ক্রিকেটার ইসতিয়াক আহমেদ রিপনের মৃত্যুর মূল রহস্য উদঘাটন এবং এ ঘটনাকে কেন্দ্র আটক কৌশিক ও কায়েসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খুলনা জেলা সকল ক্রিকেটার ও একাডেমির ছাত্ররা।
মানববন্ধনে বক্তারা বলেন, রিপনের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রিপনের মৃত্যুর অবহেলা জনিত কারণে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা ও ক্লিনিকের ডাক্তার কর্তৃক এলাকার স্থানীয় যুবকদের উত্তজিত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে কৌশিক ও কায়েসের জেলে রাখার তীব্র নিন্দা ও তাদের মুক্তি দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন মোঃ কাজল, মোঃ রনি, দিবাকর, জুয়েল, মোঃ হাফিজ, ওসিকার, আছাবুর, মোস্ত, তপু। এ সময় জেলার ও একাডেমির অসংখ্য ক্রিকেটার উপস্থিত ছিলেন।