ক্রাইস্টচার্চ হত্যাকাণ্ডের ভিডিও শেয়ার করায় কিশোর আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে রক্তাক্ত হামলার ভিডিও শেয়ার করায় এক কিশোরকে (১৮) আটক করা হয়েছে। ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে বন্দুকধারী ব্রেন্টন ট্যারেন্ট। এতে আরও ৪০ জন গুরুতর আহত হয়।
ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ নাগরিক। ওই হামলার ভিডিও সে নিজেই ধারণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি স¤প্রচার করা হয়েছিল। তবে পরে তা সরিয়ে ফেলা হয়।
সেই ভিডিওটি শেয়ার করায় বালকটির বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি হলো ভিডিও শেয়ার করা এবং অন্যটি হলো ‘ঃধৎমবঃ ধপয়ঁরৎবফ’ লিখে হামলায় আক্রান্ত একটি মসজিদের ছবি পোস্ট করা যার সঙ্গে আরও কিছু বার্তা ছিল যা সহিংসতাকে আরও উসকে দিতে পারে।
আটকের পর বালকটিকে ক্রাইস্টচার্চ জেলা আদালতে সোমবার তাকে হাজির করা হয়। তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিচারক স্টিফেন ও’ ড্রিসকল।