ক্যালিফোর্নিয়ায় নৌকায় আগুন ৩৪ জনের মৃত্যুর আশঙ্কা
দক্ষিণাঞ্চল ডেস্ক
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উপকূলে একটি যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ড হয়েছে। এতে ৩৪ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার মাঝরাতে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপে ৭৫ ফুট দীর্ঘ ওই নৌকায় অগ্নিকাণ্ড ঘটে। মার্কিন সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর কোস্টগার্ড ৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। এখনো উদ্ধারকাজ চলছে। লস অ্যাঞ্জেলেসের সংবাদমাধ্যম কেটিটিভি দাবি করেছে, এ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও অন্য সংবাদমাধ্যমগুলো মৃত্যুর শঙ্কার কথাই জানিয়েছে।