ক্যান্সারে আক্রান্ত কুয়েট শিক্ষার্থীর জন্য আর্থিক অনুদান হস্তত্তর
ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের’ ১৭ ব্যাচের ছাত্রী আমেনা আক্তারের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের জরুরী সাহায্য তহবিল থেকে ১ লাখ টাকা, ইইই বিভাগ থেকে ৫০ হাজার টাকা ও রোকেয়া হল থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন আমেনা আক্তারের ভাই এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ’১৮ ব্যাচের ছাত্র মাহফুজ হাসানের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, রেজিস্ট্রার জিএম শহিদুল আলম, অতিরিক্ত কম্পট্রোলার মোঃ মনিরুল হক খান।