কোয়ার্টারের দল সাজানো নিয়ে কয়েকটি প্রশ্নের সামনে আর্জেন্টিনা
বলিভিয়ার বিপক্ষে চলতি কোপা আমেরিকায় নিজেদের সবচেয়ে বড় জয় দিয়েই গ্রুপর্বের লড়াই শেষ করেছে আর্জেন্টিনা। এখন তাদের সামনে কোয়ার্টার ফাইনালের মিশন।
আগামী রোববার (৪ জুলাই) ভোরে ইকুয়রেডরের বিপক্ষে শেষ আটের ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে নিজেদের শুরুর একাদশ সাজানো নিয়ে কিছু প্রশ্নের সামনে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গ্রুপপর্বে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বেশ কয়েকজন খেলোয়াড় শুরুর একাদশে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন। তবে কয়েকটি জায়গা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে আর্জেন্টিনা শিবিরে।
আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মোতাবেক, বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলা গোলরক্ষক ফ্রাংকো আরমানিকে দেখা যাবে না কোয়ার্টার ফাইনালে। গোলবারের নিচে ফিরবেন প্রথম পছন্দের এমিলিয়ানো মার্টিনেজ।
মূলত টানা পাঁচ ম্যাচ খেলার ক্লান্তি ও একটি হলুদ কার্ড দেখায় কার্ডজনিত নিষেধাজ্ঞা এড়াতে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল এমিলিয়ানোকে। তবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেই দলে ফিরছেন এ তরুণ গোলরক্ষক।
রক্ষণভাগের বিবেচনায় নাহুয়েল মোলিনা ও নিকোলাস ওটামেন্ডির জায়গা নিশ্চিত। লেফট ব্যাক পজিশনে খেলানো হবে নিকোলাস তালিয়াফিকো বা মার্কোস আকুনার মধ্যে একজনকে।
অন্যদিকে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো। তিনি যদি ম্যাচের আগে ফিট হতে পারেন, তাহলে তাকেই দেখা যাবে শুরুর একাদশে। অন্যথায় জার্মান পেজ্জেল্লাকে দেখা যাবে মাঠে।
মাঝমাঠ নিয়েও রয়েছে সংশয়। শুধুমাত্র রদ্রিগো ডি পলের জায়গাটি নিশ্চিত। এছাড়া লেয়ান্দ্র পারেদেস ও গুইদো রদ্রিগেজের মধ্যে নেয়া হবে যেকোনো একজনকে।
অন্যপাশে জিওভানি লো সেলসো আর আলেজান্দ্রো গোমেজের মধ্যে নেয়া হবে একজনকে। চলতি কোপায় এরই মধ্যে দুই গোল করায় লো সেলসোর চেয়ে খানিক এগিয়েই থাকবেন আলেজান্দ্রো গোমেজ।
আক্রমণভাগে রয়েছে একটাই প্রশ্ন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারলে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকবেন অ্যাঞ্জেলো ডি মারিয়া। নয়তো খেলবেন নিকোলাস গনজালেজ। এছাড়া অন্য দুই ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির খেলাও নিশ্চিত।
কোয়ার্টারে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো/মার্কোস আকুনা, ক্রিশ্চিয়ানো রোমেরো/জার্মান পেজ্জেল্লা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো/আলেজান্দ্রো গোমেজে, অ্যাঞ্জেলো ডি মারিয়া/নিকোলাস গনজালেজ, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।