September 14, 2025
খেলাধুলা

কোহলি-রোহিত জুটিকে প্রশংসায় ভরিয়ে দিলেন সাঙ্গাকারা

প্রতিটি ক্রিকেটীয় যুগে সব দলেই ব্যাটসম্যানদের এমন কিছু জুটি তৈরি হয় যা প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন এই যুগে ভারতের সেরা হলো বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি। আর এই জুটিকেই ভারতের সেরা ও উদাহরণযোগ্য জুটি হিসেব আখ্যা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

ভারতীয় এক টেলিভশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাঙ্গাকারা এসব কথা বলেন। কোহলি-রোহিত জুটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলে প্রায় ৩৬ হাজার (৩৫৯৩০) রান করেছেন। সাঙ্গাকারা মনে করেন, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড় যেটা করে গেছেন সেই কাজটাই করছে কোহলি-রোহিত জুটি।

সাঙ্গাকারা বলেন, ‘বিরাট এবং রোহিতের বিষয়টা খুবই স্পেশাল ব্যাপার। ওয়ানডে ক্রিকেটে নিয়মকানুন পরিবর্তন করায় এখন ব্যাটসম্যানদের জন্য রান করাটা সহজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটের এই দুই ক্রিকেটার যেটা করেছে তা খুবই কঠিন কাজ।’

সাঙ্গাকারার মতে, এই দুই ক্রিকেটার যেভাবে তিন ফরম্যাটের ক্রিকেটে খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন তাতে সত্যি তাদের সম্মান জানানো উচিত।

তিনি বলেন, ‘আমি মনে করি রোহিত এবং বিরাটকে সম্মান জানানো উচিত। তারা আগের সব কিছুকে ছাড়িয়ে গেছে এবং কঠোর পরিশ্রম করেছে। প্রত্যেক ক্রিকেটীয় যুগে এমন জুটির প্রভাব থাকে। আমি নিশ্চিত ভারতের ক্রিকেটের জন্য কোহলি-রোহিত জুটি উদাহরণযোগ্য জুটি হিসেবে সমসময়ই স্মরণ করা হবে।’

দ্রাবিড়-গাঙ্গুলী যুগের কথা স্মরণ করে সাঙ্গাকারা জানান, তারা কৌশলগত দিক দিয়ে রক্ষণাত্মক হওয়ার পরও আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাট করেছেন। সেদিক দিয়ে কোহলি-রোহিত আর দ্রাবিড়-গাঙ্গুলী জুটি একই কাতারে পড়ে বলে মনে করেন বর্তমান এমসিসি প্রেসিডেন্ট।

সাবেক এই লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘আপনি দ্রাবিড় ও দাদাকে (গাঙ্গুলীকে) দেখেন তারা আক্রমণাত্মক না হলেও কৌশলগত দিক দিয়ে বেশ ভালো। অনেক সুন্দর সুন্দর ক্রিকেট শট খেলতো ওরা যা দৃষ্টিনন্দন। টেকনিক্যালি তারা নিখুঁত। বিশেষ করে দ্রাবিড় বেশি ভালো কিন্তু তারা দুজনে যেভাবে খেলে গেছেন এটা সত্যিই প্রসংশার দাবি রাখে।’

‘আপনি যদি আধুনিক ক্রিকেটের কথা বলেন, আমি বলবো ভারতের সেরা দুজন ব্যাটসম্যান কোহলি ও রোহিত। তারা যেকোনো ফরম্যাটেই বিপজ্জনক। ক্রিকেটীয় শট খেলার জন্য তাদের গায়ের শক্তি প্রয়োগের বেশি প্রয়োজন হয় না, শুধুমাত্র খেললেই ভালো ক্রিকেট শট হয়ে যায়। যার ফলাফল চোখের সামনেই দেখতে পাচ্ছেন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *