January 20, 2025
খেলাধুলা

কোহলির হুঁশিয়ারি, ‘এক ভুলেই শেষ হয়ে যাবে পুরো আইপিএল’

আইপিএল খেলতে ভারতীয় ক্রিকেটাররা এখন অবস্থান করছে আরব আমিরাতে। নিজ নিজ দলের সঙ্গে বায়ো সিকিউর বাবলের মধ্যেই থাকতে হচ্ছে সব খেলোয়াড়দের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আইপিএল। পুরো টুর্নামেন্ট শেষ হওয়ার আগপর্যন্ত বায়ো সিকিউর বাবল থেকে বের হওয়ার সুযোগ নেই খেলোয়াড়দের।

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএলের ব্যাপারে নানান নিয়ম প্রকাশ করেছে আয়োজকরা। ভারতীয় ক্রিকেট দল ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি সবাইকে সাবধান করে দিয়েছেন যে, টুর্নামেন্ট চলাকালীন ও এর আগের সময়ে যেকোনো খেলোয়াড়ের করা একটি ভুল পুরো আইপিএলের জন্যই ক্ষতিকারক প্রমাণিত হতে পারে।

সোমবার আরসিবি টিম স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে হওয়া এক ভিডিও কনফারেন্সে সবাইকে স্বাস্থ্যবিধি ও আইপিএলের নিয়ম মানার ব্যাপারে সতর্ক করেছেন কোহলি। সবাই যেনো একইভাবে সব নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে বিষয়ে বারবার বলেছেন আরসিবি অধিনায়ক।

কোহলির ভাষ্য, ‘আমাদেরকে যা বলা হয়েছে আমরা সেটি মেনে চলেছি। আমি আশা করব বায়ো সিকিউর বাবলের নিরাপত্তা বজায় রাখতে সবাই সমানভাবে দায়িত্বশীল থাকব। স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। কারণ আমার মতে, যে কারো একটি মাত্র ভুলের কারণে পুরো আইপিএল শেষ হয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কেউই নিশ্চয়ই এমনটা চাই না। আমাদের বুঝতে হবে বায়ো সিকিউর বাবলটা বজায় রাখতে কী করতে হবে। প্রথম প্র্যাকটিস সেশনের জন্য আমার অপেক্ষার তর সইছে না। আমরা সবাই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একদম প্রথম দিন থেকেই আমাদের দল হিসেবে সতর্ক থাকতে হবে।’

একইসঙ্গে কোহলি হুশিয়ারি দিয়েছেন যে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে করোনা নিয়ম ভঙ্গ করে, তাহলে আরসিবির সঙ্গে তার চুক্তিও শেষ করে দেয়া হতে পারে। এ বিষয়ে আরসিবির ক্রিকেট অপারেশনস পরিচালক মাইক হেসন বলেছেন, ‘কেউ যদি বাবল ভেঙে কোথাও যায়, তাহলে এটি আরসিবি ও খেলোয়াড়ের মধ্যকার চুক্তির বিষয়টিকে সামনে নিয়ে আসবে। গুরুতর অপরাধ হিসেবে এটিকে বিবেচনা করা হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *