কোহলিকে আউট দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল : শোয়েব আখতার
ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের। সেমিফাইনাল থেকে ঘরে ফিরে আসায় বিরাট কোহলিদের সমালোচনায় মেতেছে সমর্থকরা। তবে এমন দুঃসময়ে ভারতীয় ক্রিকেটাররা পাশে পাচ্ছেন তাদেরই চির প্রতিদ্ব›দ্বী দেশের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বিশ্বাস করেন, টপ অর্ডার হারানো সত্তে¡ও কিউইদের বিপক্ষে অনবদ্য এক কামব্যাকের গল্প লেখার কাছাকাছি চলে এসেছিল ভারত। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘জয় থেকে খুব নিকটে, আবার খুব দূরে ছিল ভারত। লোয়ার-অর্ডারের জন্য এটা ছিল অনবদ্য এক প্রতিরোধ।’
ভারতীয় টপ-অর্ডার ব্যাটসম্যানদের সমালোচনা করলেও ভারত অধিনায়ক কোহলির আউট দেওয়া আম্পায়ারের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান খুব বাজে ব্যাটিং করেছে। রোহিত (শর্মা) অবশ্য আউট হয়েছেন চমৎকার এক ডেলিভারিতে। আমি মনে করি, বিরাট কোহলি অভাগা। তাকে আউট দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। বলটি হয়তো বেলে আঘাত করতো কিন্তু ফিল্ড আম্পায়ার তাকে সরাসরি আউট দেন।’ দলীয় ৫ রানের মাথায কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ব্যক্তিগত ১ রানে সাজঘরের পথে ধরেন কোহলি।