October 30, 2024
আঞ্চলিক

কোস্টগার্ডের সর্বোচ্চ সম্মাননা পদক পেলেন লে. আবদুল্লাহ আল মাহমুদ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ কোস্টগার্ড এর সর্বোচ্চ সম্মাননা পদক বাংলাদেশ কোস্টগার্ড মেডেল (বিসিজিএম) লাভ করলেন লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ। গতকাল শনিবার ফেব্রæয়ারি কোস্টগার্ড এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এ পদক প্রদান করেন। বাংলাদেশ কোস্টগার্ড এ শান্তিকালীন সময়ে কৃতিত্বপূর্ণ ও সাহসিকতামূলক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর দশ জন কর্মকর্তা ও নাবিককে এ পদক প্রদান করা হয়।

লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ ২০১৫ সালে বাংলাদেশ নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় এক্টিং সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। ২০১৭ সালে তিনি প্রেষণে বাংলাদেশ কোস্টগার্ড এ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি দীর্ঘ দুই বছর কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি একক ও যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের আটটি জলদস্যু বাহিনীকে সমূলে উৎখাত করতে সক্ষম হন। এছাড়াও সুন্দরবন থেকে জলদস্যুতার কাজে ব্যবহৃত একশ এর অধিক দেশী ও বিদেশী অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও তার সক্রিয় অংশগ্রহণ ও দিকনির্দেশনায় প্রায় দুইশ কোটি টাকা মূল্যের দেশী ও বিদেশী চোরাচালান পণ্য আটক করা হয়। তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসিকতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিসিজিএম পদক লাভ করলেন।

উল্লেখ্য, তার সাহসিকতামূলক কর্মকান্ডের ¯ী^কৃতিস্বরূপ তিনি ইতিমধ্যে মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড এর প্রশংসাপত্র লাভ করেছেন। বর্তমানে তিনি কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা এবং কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *