কোভিড-১৯: সৌদি আরবে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরবে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
দেশটিতে গত ১০ দিনে শনাক্ত হওয়া নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর রোববার নিশ্চিত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়।
এ দিন ৩ হাজার ৪৫ জন নতুন রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৪ জনে দাঁড়ায়, এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭১২ জনের।
শনিবার প্রথমবারের মতো সৌদিতে নতুন শনাক্ত হওয়া দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন কোটি জনসংখ্যার সৌদি আরবে ২ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। এপ্রিলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, সৌদি আরবে শেষ পর্যন্ত ভাইরাসটিতে ১০ হাজার থেকে ২ লাখ লোক আক্রান্ত হতে পারে।
১৬ মে দেশটিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। এরপর এক মাসেরও কম সময়ের মধ্যে জ্ঞাত রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য ছয়টি রাষ্ট্রের মধ্যে সৌদি আরবেই কোভিড-১৯ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।