কোভিড-১৯: সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে ১০ জনের মৃত্যু
কোভিড-১৯ আক্রান্ত হয়ে সশস্ত্র বাহিনীর মোট ১০ সদস্য মারা গেছেন। এদের আটজন অবসরপ্রাপ্ত ও দুজন কর্মরত ছিলেন।
প্রয়াতদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
শনিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্যাবধি সশস্ত্র বাহিনীর সাবেক ও বর্তমান এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১ হাজার ২০ জন, পরিবারের সদস্য ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন।
আক্রান্তদের মধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন। ৪২১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর কর্মরত সদস্য, তাদের পরিবারবর্গ ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি)সহ সব সিএমএইচে মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে।
সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারবর্গ ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন সদস্যের মোট ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রণীত স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
দেশে কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে সশস্ত্র বাহিনীর সদস্যরাও বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে।