কোভিড-১৯: মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়াল যুক্তরাজ্য
যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা ইতালিতে কোভিড-১৯ এ মোট মৃত্যুর চেয়ে বেশি।
এ বিপুল সংখ্যক মানুষের মৃত্যু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
ইউরোপের অন্য দেশগুলোর নেতাদের তুলনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন অনেক দেরিতে লকডাউনের ঘোষণা দিয়েছিলেন।
মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় ইংল্যান্ড এবং ওয়েলসে নতুন ৭ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩১৩ জনে।
বিভিন্ন দেশ আলাদা আলাদা পদ্ধতিতে মৃত্যুর হিসাব রাখায় দেশগুলোর মধ্যে মৃতের সংখ্যার তুলনা করা কঠিন।
তবে অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে পরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলেও ইউরোপে এ দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল। মৃতের সংখ্যায় সে আশঙ্কাই সত্য হল।
নতুন করোনাভাইরাসে মানুষের মৃত্যুর হিসাবে ইতালিকে ছাড়িয়ে ইউরোপের মধ্যে সবার উপরে উঠে এল যুক্তরাজ্য।
বিরোধী দলগুলো যুক্তরাজ্যের এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর দেরিতে লকডাউন ঘোষণাকে দায়ী করছে।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তে বিপুল সংখ্যক মানুষকে পরীক্ষা এবং হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুরক্ষা উপকরণ দিতে গড়িমসিরও অভিযোগ করছে তারা।