কোভিড-১৯: ভারতে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মৃতের মোট সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪৫৪ জনের মৃত্যু হয়েছে আর একই সময় দুই লাখ ২২ হাজার ৩১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এতে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মোট মৃতের সংখ্যা তিন লাখ তিন হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে।
শেষ এক লাখ রোগীর মৃত্যুতে এক মাসেরও কম সময় লেগেছে।
শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়েছে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হওয়ায় অনেক আক্রান্ত পরীক্ষার বাইরে রয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে অনেক রোগী ও মৃত্যুর ঘটনা সরকারি হিসাবের বাইরে রয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া মহামারীর দ্বিতীয় ঢেউয়ের উপচে পড়া রোগীর চাপে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, হাসপাতালগুলোতে শয্যা, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে।
প্রায় বিনা চিকিৎসায় বহু রোগীর মৃত্যু হচ্ছে। সৎকারের পর্যাপ্ত সুযোগ না থাকায় দেশটির উত্তরাঞ্চলের নদীগুলোতে অনেক লাশ ভাসিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।