কোভিড-১৯ থেকে সুরক্ষায় নৌবাহিনীর টহল অব্যাহত
আইএসপিআর
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে তাদের টহল অব্যাহত রেখেছে। গত ১০ এপ্রিল ২০২০ রাত ১০টায় নৌবাহিনীর সহায়তায় ঢাকা হতে খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ৫০০ সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিয়ে আসা হয়। সরঞ্জামবাহী উক্ত বিমানটি নৌঘাঁটি তিতুমীরের হেলিপ্যাডে জরুরী অবতরণ করে। এতে বানৌজা তিতুমীর হেলিপ্যাড ল্যান্ডিং সুবিধাসহ সার্বিক সহযোগিতা প্রদান করে।
অন্যদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। বরগুনার আমতলি উপজেলায় করোনার কারনে স্থানীয় প্রশাসন কর্তৃক লকডাউন করা হয়। এ সময় চায়ের দোকান, ফার্নিচারের দোকান, মুদি দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক দশ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করে। একই সাথে বরগুনা জেলার বিভিন্ন স্থানে ৫০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতিত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি নৌবাহিনী ৩০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। নৌ কন্টিনজেন্ট মংলা চাঁদপাই ও মাছমারা এলাকায় দরজায় দরজায় গিয়ে ৬০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়মনি, মোংলা বন্দর, কচুবুনিয়া, চাঁদপাই, সোনাইতলা ও চাপরা এলাকায় টহল পরিচালনা করে ও ক্লোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবানুমুক্ত করে। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করাসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।