কোভিড-১৯: চট্টগ্রামে দুইজনের মৃত্যু, একজনের ডেঙ্গুও ছিল
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করোনাভাইরাস আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, রোগীদের মধ্যে ৫৮ বছর বয়সী একজন বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
“নগরীর আকবর শাহ এলাকার ওই বাসিন্দা করোনাভাইরাসের সাথে ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন।”
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আইসোলেশন ওয়ার্ডে মারা যান ৫৭ বছর বয়সী আরেকজন।
নগরীর হালিশহর এলাকার ওই বাসিন্দা পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জানিয়ে ডা. রব বলেন, “তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে জ্বর-শ্বাসকষ্টের মত উপসর্গ ছাড়া অন্য কোনো রোগ ছিল না।”
সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৯৭৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন ৪৩ জন।