কোভিড-১৯: কম্বোডিয়ায় আটকে পড়া ৩ বাংলাদেশি থাইল্যান্ডে ঢুকে গ্রেপ্তার
কম্বোডিয়া থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে থাইল্যান্ডের সা কায়ো প্রদেশ থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত পুলিশ।
মার্চে বেড়াতে গিয়ে মহামারীতে আটকে পড়ে অসহায় অবস্থার মধ্যে নাছোড়বান্দা হয়ে তারা ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে যেতে চেয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যম পাত্তায়া নিউজের প্রতিবেদনে জানানো।
এরা হলেন- সোহেল পারভেজ (৪০), “এমডি”(২৭) ও আব্দুল করিম আলজাদ (৩৩)। তাদের সবার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে।
পাত্তায়া নিউজ বলছে, কম্বোডিয়ার পইপেট এলাকা দিয়ে একটি খাল পাড়ি দিয়ে থ্যাইল্যান্ডে ঢোকার সময় ক্লোং লোয়েক এলাকা থেকে আটক করে সীমান্ত পুলিশ।
সীমান্ত পুলিশকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ওই তিন বাংলাদেশি মার্চে ছুটি কাটাতে কম্বোডিয়ায় গিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে পড়েন। দেশের ফেরার কোনো উপায় খুঁজে না পেয়ে এবং টাকা-পয়সাও অনেক আগেই ফুরিয়ে যাওয়ায় চরম সংকটে পড়েন তারা। কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় ব্যাংকক দূতাবাসের সহায়তা নিতে থাইল্যান্ডে ঢুকেন তারা।
ওই তিনজনকে কোয়ারেন্টিন করে তাদের কোভিড-১৯ শনাক্তের পরীক্ষার পাশাপাশি বাংলাদেশকে তাদের বিষয়ে অবহিত করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
থাইল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের অন্যতম প্রধান রুট সা কায়ো। এই সীমান্তে বেশ কড়াকাড়ি রয়েছে। এখান দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীরা সাধারণত কম্বোডীয় নাগরিক। এই পথে অন্য দেশের নাগরিকদের অনপ্রবেশের ঘটনা বিরল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।