কোভিড: ফ্রান্সে দিনেই আক্রান্ত হতে পারে এক লাখ
ভয়ঙ্কর এক সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে ভেরোঁ। তিনি বলেছেন, খুব শিগগিরই ফ্রান্সে একদিনেই নতুন প্রায় এক লাখ মানুষ কোভিড আক্রান্ত হতে পারে।
ফ্রান্স মহামারীর পঞ্চম ঢেউ মোকাবেলা করছে। দেশটিতে এখন দৈনিক করোনাভাইরাস শনাক্ত হচ্ছে প্রায় ৭০ হাজার মানুষের।
স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে বলেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে এ সংখ্যা লাফিয়ে বেড়ে যাবে। বুধবার বিএফএম টিভি-তে তিনি বলেন, জানুয়ারির শুরুতেই ওমিক্রন দাপুটে হয়ে উঠবে।
তবে মন্ত্রী বলেন, আপাতত নতুন কোনও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই। আবার এমন কোনও কিছু করার সম্ভাবনা নাকচও করা যাচ্ছে না।
ওদিকে ফরাসি কর্তৃপক্ষ আশা করছে, মানুষের টিকা নেওয়ার সংখ্যা বাড়লে তারা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবেন।
গত ২১ ডিসেম্বরে ২৪ ঘণ্টায় ফ্রান্সে কোভিডে আরও ২১০ জনের মত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিডে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪,৯১৩ জনে। আর নতুন কোভিড শনাক্ত হয়েছে ৭২,৮৩২ জনের।
গোটা ইউরোপেই অবিরাম ছড়াচ্ছে ওমিক্রন। এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় ইউরোপীয় নেতারা আবার নতুন করে নানা কড়াকড়ি আরোপ করছেন।
বিবিসি জানায়, জার্মানি এবং পর্তুগালসহ আরও কয়েকটি দেশ বড়দিনের পর বিধিনিষেধ আরোপ এবং আরও ব্যাপক পরিসরে সামাজিক দূরত্ববিধি চালুর ঘোষণা দিয়েছে।
ইউরোপের অনেক দেশেই এরই মধ্যে ওমিক্রন দাপুটে হয়ে উঠেছে। ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইউরোপজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে স্বাস্থ্যব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে।