কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি: কাদের
শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স ছাড়া পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলও মন্তব্য করেন তিনি।
বুধবার (৬ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকাল এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো দেশেই রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি, যা হয়েছে তা হচ্ছে শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভুত হয়েছে করোনা ভাইরাস। এসব দেশের কোনো একটিতেও কি আপনি দেখাতে পারবেন যে, দেশের সব রাজনৈতিক দল নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ যেসব দেশে টাস্কফোর্স গঠিত হয়েছে সেগুলো চিকিৎসা তথা ভ্যাকসিন রিলেটেড, সেটা রাজনৈতিক কোনো টাস্কফোর্স নয়।
সরকার কি করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। আজ ফোবর্স ও দ্য ইকোনোমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকীগুলো শেখ হাসিনার নেতৃত্বের এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছে। শেখ হাসিনা প্রচারে নয়, কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে সংশোধনের পরামর্শ দিন।
বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছে। নির্মাণ করেছে বিশাল হাসপাতাল। দুর্যোগকালে তাদের এ প্রয়াস আশার আলো জাগিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর হয়ে পড়েছে ৷ টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো ৷ গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আঁটকে আছে। দেশের এ সঙ্কটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এসময় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ ধর্মালম্বীদের আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।