November 23, 2024
খেলাধুলালেটেস্ট

কোনো ক্লাবের সঙ্গে কিছুই হয়নি, দাবি মেসির বাবার

লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরই স্বীকৃতি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন মর্যাদার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। বিশ্বকাপ জেতায় বর্ষসেরা দলের পুরস্কারও জিতেছে আর্জেন্টিনা। প্রথম খেলোয়াড় হিসেবে ব্যক্তিগত ও দলীয়ভাবে ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াস ওয়ার্ল্ড পেলেন মেসি। এর আগে ২০২০ সালে যৌথভাবে লুইস হ্যামিল্টনের সঙ্গে তিনি জিতেছিলেন পুরস্কারটা। প্যারিসের পুরস্কারটা নিয়ে মেসি জানালেন, ‘এর আগে পুরস্কারটা যাঁরা জিতেছেন, সেই নামগুলো দেখছিলাম। শুমাখার, উডস, নাদাল…অবিশ্বাস্য সব সঙ্গীর সঙ্গে আমি আছি। এটা বিশেষ সম্মানের।’

এদিকে বার্তা সংস্থা এএফপি বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘বিশাল অঙ্কের চুক্তিতে’ মেসির সৌদির কোনো ক্লাবে যোগ দেওয়ার খবরটা জানায় এভাবে, ‘চুক্তি হয়ে গেছে মেসির। সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে সে।’ সূত্রটি জানায়, ‘এটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের।’

বিভিন্ন গণ্যমাধ্যমও জানিয়েছিল বছরে ৪০ কোটি ইউরো বেতনে ক্রিস্তিয়ানো রোনালদোদের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল পেতে চায় মেসিকে। তবে মেসির বাবা ও এজেন্ট হোর্হে অস্বীকার করেছেন সৌদির কোনো ক্লাবে যোগ দেওয়ার খবরটা, ‘আগামী বছরের জন্য কোনো ক্লাবের সঙ্গে কিছুই হয়নি মেসির। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইট, ‘বার্সেলোনা ফিন্যানশিয়াল ফেয়ার প্লে ঠিক রেখে মেসিকে আনার উপায় খুঁজছে।’ এএফপি

শেয়ার করুন: