কোটচাঁদপুরে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১শ’৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার সোয়াদী গ্রামের বৈদ্যনাথতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী জোহরা খাতুন (৪০), একই গ্রামের মৃত রেজাউল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৪৮) এবং মৃত রজব আলী মন্ডলের ছেলে ফজল মন্ডল (৫০)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাফদারপুর সোয়াদী গ্রামের বৈদ্যনাথতলায় পুলিশ অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই নারী সহ ৩জন কে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুইটি মুড়ির ব্যাগে তল্লাশী চালিয়ে ১শ’৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।