January 19, 2025
খেলাধুলা

‘কোচের নাম দেখে বার্সা ছাড়বেন না মেসি’

মাঝে প্রায় থেমে গিয়েছিল আলোচনা। বছরের শেষভাগে এসে আবার শুরু হলো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার বিষয়ে গুঞ্জন। সম্প্রতি লা সেক্সটা দেয়া সাক্ষাৎকারে মেসি নিজেই জানিয়েছেন, তিনি মৌসুম শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই এর আগে কোনও মন্তব্য করতে রাজি নন।

মেসির এমন মন্তব্যে একটি বিষয় অন্তত নিশ্চিত হওয়া গেছে যে, এখনও বার্সেলোনায় থেকে যাওয়ার ব্যাপারে মনস্থির করতে পারেননি তিনি। অর্থাৎ চলতি মৌসুম শেষ হওয়ার পরই জানা যাবে ২০২০-২১ মৌসুমে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন। মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে আগে থেকেই রয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটি।

এবার শুরু হলো নতুন গুঞ্জন। যদি পিএসজির নতুন কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনো দায়িত্ব গ্রহণ করেন, তাহলে মেসি ফরাসি ক্লাবটিতেই যাবেন- এমন কথা শোনা যাচ্ছে জোরেশোরে। তবে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানের ভাবনা ভিন্ন। তার মতে, কোনও ক্লাবের কোচের নাম দেখে সেই দলে নাম লেখাবেন না মেসি।

সম্প্রতি নিজেদের কোচ থমাস টুখেলকে বরখাস্ত করেছে পিএসজি। এরপর থেকেই গুঞ্জন চলছে, মাউরিসিও পচেত্তিনোকে নিজেদের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেবে দলটি। আর পচেত্তিনো দায়িত্ব নিলে মেসিও পিএসজিতে নাম লেখাবেন এমন গুঞ্জনও ছড়িয়ে গেছে ফুটবল অঙ্গনে।

এ বিষয়ে বার্সা কোচের ভাষ্য, ‘পচেত্তিনোর পিএসজিতে নাম লেখানোর খবরটি সত্য কি না আমি জানি না। তবে মেসি যখন নিজের ভবিষ্যত ঠিকানা ঠিক করবে, তখন সেটি কোনও কোচের ওপর নির্ভর করবে না।’

কোম্যান আরও বলেন, ‘আমি মেসির সাক্ষাৎকারটি (লা সেক্সটাকে দেয়া) সরাসরি দেখিনি। তবে পরে ঠিকই দেখেছি। আমি বরাবরই মেসির সঙ্গে শান্ত ছিলাম। তবে এর চেয়ে বেশি শান্ত হওয়া যাবে না। কারণ সে বলেছে, মৌসুম শেষে সিদ্ধান্ত নেবে (ক্লাবে থাকবে কি না)। আমরা দেখব কী হবে বা হতে পারে।’

তবে মেসি যে সিদ্ধান্তই নেন না কেন, কোচের কাছ থেকে পূর্ণ সমর্থনই পাবেন। তা জানিয়ে কোম্যান বলেন, ‘মেসির বক্তব্য আমি সাধুবাদ জানাই। কারণ সে ক্লাব এবং ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি এখনও একই মানুষ আছি। আমি দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। এ বছরটা আমাদের রুপান্তরের এবং এ প্রক্রিয়ার অন্যতম চাবিকাঠি মেসি।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *