কেসিসির ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা অনুমোদন
দ. প্রতিবেদক
‘খুলনা সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প যাচাই কমিটির সভায় ২ হাজার ৫’শ ৩ কোটি টাকার এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।
খুলনা মহানগরীর সড়ক, ড্রেন, পাম্প হাউজ, পাবলিক হল, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, কলেজিয়েট স্কুল ও মাদরাসা, আধুনিক কসাইখানা নির্মাণ, সড়ক বাতি স্থাপন, পার্কসমূহ ও খেলার মাঠ আধুনিকায়নসহ জলাশয় সংরক্ষণের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক প্রকল্পটি দাখিল করা হয়।
উল্লেখ্য, অনুমোদিত প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্লানিং কমিশনে প্রেরণ করা হবে। প্লানিং কমিশন যাচাই-বাছাইঅন্তে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে একনেক সভায় উত্থাপন করা হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লনিং অফিসার আবির উল জব্বার জুম ক্লাউডের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়