কেসিসি’র বাজেট ঘোষণা আগামী ২৪ জুলাই
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১ম বিশেষ সভা (বাজেট) গতকাল মঙ্গলবার বিকেলে নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় আগামী ২৪ জুলাই নগরভবনে সংবাদিক সম্মেলনের মাধ্যমে কেসিসি’র ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৯-২০২০ অর্থবছরের ৮৬৫ কোটি ৫৪ লক্ষ ৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ এবং ২০১৮-২০১৯ অর্থবছরের ২৯৮ কোটি ৮৩ লক্ষ ১৪ হাজার টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া সভায় ঈদ-উল-আযহা পূর্ববর্তী ও পরবর্তী নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং জোড়াগেট পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনু-কে উপদেষ্টা, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস ও ইমাম হাসান চৌধুরী ময়নাকে সদস্য সচিব এবং সাধারণ আসন ও সংরক্ষিত আসনের সকল কাউন্সিলরকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় সিটি মেয়র বলেন, নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বর্ষা মৌসুমে দ্রæত পানি নিস্কাশনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া সব এলাকায় সুষম উন্নয়নের লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মোঃ গাউসুল আযমসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।