November 28, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

কেসিসি’র উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্নের নির্দেশ মেয়রের

দ. প্রতিবেদক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি’র উন্নয়নমূলক সকল কাজ সিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এ নিদের্শনা প্রদান করেন।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন সকল প্রকার উন্নয়ন কাজ বন্ধ থাকে। এ ঘাটতি পূরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সিটি মেয়র এ সভা আহবান করেন।
উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যে সকল উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয় গুণগত মান বজায় রেখে তা দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান করেছেন। এ অর্থ কাজে লাগিয়ে খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মো: মাসুদ করিমসহ উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে খুলনার মহেশ^রপাশা সিএসডি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহেশ^পাশা সিএসডি’র ব্যবস্থাপক মোঃ মকলেচ আল আমিন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, খানজাহান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল, মহেশ^পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান (ফিরোজ), সাধারণ সম্পাদক এসএম শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মুজিববর্ষ উপলক্ষে শিরোমণি পুলিশ টেনিং সেন্টার চত্ত্বরে এবং বাংলাদেশ ক্যাবলস শিল্প লিমিটেড চত্ত্বরে গাছের চারা রোপণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র শিরোমণি চক্ষু হাসপাতালে বোর্ড সভায় যোগদান করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *