January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

কেসিসি’র উন্নয়ন কাজে বাঁধা, তিনজনের উপর হামলায় মামলা, গ্রেফতার ১

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর কাশেমনগর ১নং সড়কের প্রান্তে চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ঠিকাদার, ওয়ার্ক এ্যাসিস্ট্যান্টকে মারধর করার ঘটনায় খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সজল (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নগরীর ২৪নং ওয়ার্ডের কাশেমনগর ১নং রাস্তার শেষ মাথায় কেসিসি’র ঠিকাদার হাবিবুর রহমান রাস্তা সংস্কারের কাজ করাচ্ছেন। মঙ্গলবার বেলা ১১টার সময় সাইটের কাজে গেলে ওৎপেতে থাকা দুই ভাই সন্ত্রাসী সুমন (৩৮), সজল (৩২) ও তার দলবলসহ কাজে বাঁধা প্রদান করে। এসময় কেসিসির উপ-সহকারী প্রকৌশলী নাজমূল হুদা ঘটনাস্থলে কাজ পরিদর্শনে যান। তখন তিনি তাদের কাছে কাজে বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে সুমন ও সজল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা বেলচা দিয়ে তার মাথায় আঘাত করে। কেসিসি’র প্রকৌশলী দ্রুত সরে দাঁড়ালে তার পিঠে আঘাত লাগে। অপর পাশে থাকা ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট মনিরুল ইসলামকে তারা বেলচা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সন্ত্রাসী সুমন ঠিকাদার হাবিবুর রহমান ও তার এক সঙ্গীকে বেদম প্রহার করে। এসময় তার পকেটে থাকা নগদ ৫৬ হাজার ২ শত টাকা হাতিয়ে নেয় সজল। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ ঘটনা পুলিশকে জানালে তাদেরকে হত্যার হুমকি দেয় দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, কেসিসি’র প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তারা জরুরী বৈঠক করেন। এসময় সিটি মেয়র খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, ঘটনা জানার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সন্ত্রাসী সজলকে আটক কর াহয়েছে। এ ঘটনায় ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং ১, তারিখ: ০১/০৯/২০২০ খ্রী.।
এদিকে প্রকাশ্য দিবালোকে সরকারী কাজে বাঁধা প্রদান ও প্রকৌশলীর উপর হামলার ঘটনায় কেসিসি’র কর্মকর্তা কর্মচারীসহ নগরবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *