December 21, 2024
আঞ্চলিক

কেশবপুর শেখ রাসেল স্মৃতি ফুটবলে এসবিআলি ফুটবল একাডেমির জয়

খবর বিজ্ঞপ্তি

যশোর কেশবপুর শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে খুলনা খালিশপুরের এসবিআলি ফুটবল একাডেমি। গতকাল শুত্রবার বিকেলে পাজিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে কলারোয়া ফুটবল দলকে। এসবিআলির পক্ষে ২টি গোল করেন রাজা, অপরটি আসে মারুফের পা থেকে। কলারোয়ার পক্ষে একমাত্র গোলটি করেন হাসান।

এসবিআলি ফুটবল একাডেমির খেলোয়াড়রা হলেন বিরাজুল, শিমুল, কাশেম, রাসেল, আসিব, মারুফ, রাজা,  উত্তম, রবিউল, রায়হান, আলি, মাহাবুর, রাজু ও রাসেল-২। দলের সঙ্গে ছিলেন একাডেমির উপদেষ্টা ও  খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইফসুফ আলি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *