কেশবপুর পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর কুতুব উদ্দীন বিশ্বাস, মাওঃ শরিফুল ইসলাম, যুবনেতা আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক এ্যাড. ফারুক খান, ছাত্রদল নেতা হুসাইন মজনু, বাবুল রানা বাবুল, ফরিদুজ্জামান ফরিদ, হুমায়ূন কবীর, হাবিবুর রহমান ইমন, অহেদুজ্জামান, ফারুক হোসেন, মাসুম বিল্লাহ, শাহ আলম, মেহেদি হাসান, শাকিলুর রহমান সোহান, একরাম হোসেন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ শরিফুল ইসলাম। পরে থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর কবর জিয়ারত করেন পৌর বিএনপির নেতৃবৃন্দ।