কেশবপুর পল্লীতে অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর পল্লীতে প্রভাবশালী কর্তৃক এক অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে। বিচারের আসায় ঐ পরিবারটি পথে পথে ঘুরছে। উপজেলার পরচক্রা গ্রামের মৃত আব্দুল ওহাবের পূত্র শহিদুল ইসলাম বলেন, প্রতিবেশি মৃত আয়ুব আলীর পূত্র হাবিবুর রহমান ও মৃত পর্বত মোড়লের পূত্র আব্দুস সামাদের সাথে তাঁর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
তারই জের ধরে গতকাল প্রভাবশালী হাবিবুর রহমান ও আব্দুস সামাদ গং পরচত্রা ৮৮৯নং মৌজায় ৫০৫নং দাগের উপর তাঁর মেঝ পূত্র আকরাম হোসেনের বসত বাড়ি থেকে বের হওয়ার রাস্তা-সহ বাড়ির তিন দিক ঘিরে দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। ৫৪২নং দাগের জমির উপর বসবাসকারী তার ছোট পূত্র আক্তার হোসেনের বসতবাড়ির ঘরের দরজার সামনে ইট দ্বারা পাঁচিল তৈরী করে স্থায়ীভাবে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। বাঁধা দেওয়ায় প্রভাবশালী হাবিবুর রহমান ও আব্দুস সামাদ গং আমাকে, আমার স্ত্রী ও সন্তানদের বেদম মারপিট করে আহত করে। এমনকি বর্তমানে তারা ৫০৪ নং দাগের উপর বিভিন্ন প্রকার ফলদ ও বনজ বৃক্ষ কেটে নেওয়ার হুমকী দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সমাজপতিদের দ্বারস্থ হয়েও কোন ফল পাননি। বর্তমানে তিনি প্রভাবশালী হাবিবুর রহমান ও আব্দুস সামাদ গং এর ভয়ে পরিবার পরিজনকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তিনি তাঁর পরিবারের নিরাপত্তা ও বাড়ি থেকে বের হওয়ারা রাস্তা উন্মুক্তের দাবী জানান।