কেশবপুরে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের খোপদহি নতুন স্বপ্ন ক্লাবের আয়োজনে খোপদহি-ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকালে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ক্লাবের সভাপতি আব্দুল আলীম বাঁধনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেলুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবুর আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার হাফিজুর রহমান ও ইউপি সদস্য ছোকানুর রহমান। খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহŸায়ক সাকিবুল হাসান, হুমায়ুন কবীর, মতিয়ার রহমান প্রমুখ। খেলার ধারা বর্ননায় ছিলেন আলমগীর, মেহেদী হাসান শিমুল ও মেহেদী হাসান। উদ্বোধনী খেলায় ভান্ডারখোলা ক্রিকেট একাদশ ৫ উইকেটে ভাল্যুকঘর ক্রিকেট একাদকে পরাজিত করে জয়লাভ করে।