কেশবপুরে ৬৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
যশোরের কেশবপুরে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটককৃত মোঃ হুমায়ন কবির (৩০) ওই এলাকার মোঃ আবু সাঈদ খোকার ছেলে। গতকাল মঙ্গলবার র্যাব-৬’র স্কোয়াড কমাণ্ডার এএসপি মোঃ তোফাজ্জল হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা বরে তাকে আটক করা হয়।
স্পেশাল কোম্পানী কমাণ্ডার মেজর এএম আশরাফুল ইসলাম পিপিএম জানান, আসামী দীর্ঘদিন ধরেযশোর জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।