November 24, 2024
আঞ্চলিক

কেশবপুরে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন

 

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-কেশবপুর উপজেলার আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং পরিত্রাণের সহযোগিতায় কেশবপুর উপজেলায় ক্রীড়া সংস্থা সভাকক্ষে ‘‘শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন-২০১৯’’ শীর্ষক বড়দের সাথে শিশুদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এনসিটিএফ, কেশবপুর উপজেলার ২০ জন দলিত শিশুসহ এবং উপজেলা প্রশাসন ও সুশিল সমাজের দায়িত্বপ্রাপ্ত ১৬ জন অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ এনামুল হক এবং সভাপতিত্ব করেন এনসিটিএফ কেশবপুর উপজেলার সভাপতি স্মৃতি রানী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্থাস্থ্য অফিসার ডাঃ সৌমেন বিশ্বাস, উপজেলা শিশু বিষয়ক কর্মকতা বিমল কুমার কুন্ড, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পুলক কুমার বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম মোঃ শাহাজান, তদন্ত অফিসার কেশবপুর থানা, কেশবপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন , কেশবপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মোতাহার হোসাইন, এ্যাডভোকেট মিলন মিত্র, মোস্তফা শফিকুল ইসলাম এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এইচসিজিএসি প্রজেক্টের প্রতিনিধি শামিম আহমেদসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিএফ কেশবপুর উপজেলার সাধারণ সম্পাদক পংকজ দাস এবং চাইল্ডপার্লামেন্ট মিনা দাস।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *