কেশবপুরে মর্শিনা বাওড় দখলের চেষ্টা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার মর্শিনা বাওড় দখল চেষ্টার ঘটনায় দূবৃৃত্তরা বাওড়ের টোংঘর ভাংচুর পূর্বক বাওড়ের দ‘ুজন পাহারাদার কে মারপিটে আহত করার অভিযোগ উঠৈছে। আহতরা স্থানীয়ভাবে চিবিৎসা নিয়েছে। সূত্র জানায়, যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩ বছর মেয়াদি বাওড়ের লীজ নিয়ে প্রভাবশালী একটি মহলের ইন্ধনে বাওড়টি দখলে নিতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে একের পর এক হুমকী অব্যাহত রাখার ফলে মৎস্যজিবী স¤প্রদায় নিরাপত্তাহীণতায় ভুগছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেশবপুর থানা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ হয়েছে।