কেশবপুরে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের সভাপতিত্বে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের পরচক্রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ।