কেশবপুরে বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে একটি প্রবীণ সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় ও সমাধান সংস্থার ব্যবস্থাপনায় “প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী” এর অংশ হিসাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন।
প্রোগ্রাম অফিসার ও রম্য উপস্থাপক ছড়াকার মুনছুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, বৈদ্যনাথ সরকার, মাষ্টার দীন মোহাম্মদ, আঃ করিম প্রমুখ। সভায় বাগডাঙ্গা গ্রামের বয়স্ক প্রতিবন্ধি রনজিৎ সরকার ও মনোহরনগর গ্রামের বয়স্ক প্রতিবন্ধি আমির আলী মোল্যাকে ১টি করে হুইল চেয়ার প্রদান করা হয় এবং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুকে এবং মাতৃভক্তির জন্য গড়ভাঙ্গা গ্রামের মাষ্টার ফিরোজ উদ্দিনকে “শ্রেষ্ঠ সন্তান” সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।