কেশবপুরে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল অধিকারীর মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উপজেলার মাদারডাঙ্গা গ্রামের আশুতোষ অধিকারীর পূত্র শ্যামল অধিকারী (৫৭) শুক্রবার দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও ২ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শ্যামল অধিকারী শিখরী নটন সম্প্রদায় স্থাপন করে সুনামের সাথে সাংস্কৃতি কর্মকান্ড পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। শ্যামল অধিকারীর মৃত্যুতে কেশবপুর বাসী একজন সুস্থ্যধারার নাট্যব্যক্তিত্বকে হারালো।
গতকাল শনিবার দুপুরে অত্যান্ত শোকাবহ পরিবেশে স্থানীয় একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে কেশবপুরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল অধিকারীর মৃত্যুতে উপজেলাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।