কেশবপুরে বিভিন্ন মামলায় আটক ১৩
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৩ জন আসামীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন সাংবাদিকদের জানান. বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার বাজিতপুর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে রাশেদুজ্জামান (৩০), আলতাপোল গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৫৫), তরিকুল ইসলাম (৩৮), তৌহিদুর রহমান (৩৫), বেলকাটি গ্রামের নওশের গাজীর ছেলে কওছার আলী গাজী (৪৮), আবু দাউদ (৪৫), ভোগতী গ্রামের আবদুল আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম পলাশ (৩৫), বাউশলা গ্রামের মৃত বারিক সানার ছেলে মিজানুর রহমান (৩৭), মৃত- শহর আলীর ছেলে আব্দুল জলিল (৪০), চিংড়া গ্রামের আব্দুল মোমিন মোড়লের ছেলে ইয়াছিন আলী (৩২), শাহিনুর রহমান (৩০), মৃত জাকের মোড়লের ছেলে আব্দুল মোমিন মোড়ল (৬২) ও কুশলদিয়া গ্রামের মসলেম আলী দফাদারের ছেলে রমজান আলী (৪০)কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে যশোর আদালতে পাঠানো হয়।