কেশবপুরে বাল্যবিবাহের অভিযোগে বর-কনে সহ পিতা-মাতার কারাদণ্ড
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ভ্রাম্যমান আদালত বাল্যবিবাহের অভিযোগে বর-কনে ও তাদের পিতা-মাতার কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহের অভিযোগে উপজেলার ভরত ভায়না গ্রামের বর টিপু সুলতান (২৮) কে ২ বছর, তার পিতা আমির আলী (৫৫) কে ১ বছর ও তার মাতা শাহিদা বেগম (৪০) কে ১ বছর এবং কনে তহমিনা খাতুন (১৫) কে ১ মাস, তার পিতা আতাউর রহমান (৪০) কে ১ বছর, ও তার মা রূপালী বেগম (৩০) কে ১ বছর কারাদন্ড প্রদান করেছেন ।