December 25, 2024
আঞ্চলিক

কেশবপুরে বখাটেদের চক্রান্ত থেকে রক্ষা পেতে শিক্ষকের সংবাদ সম্মেলন

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে বখাটেদের চক্রান্ত থেকে রক্ষা পেতে জগন্নাথ পাল নামে এক শিক্ষকের সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার রাজনগর বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাদারডাঙ্গা গ্রামের মৃত কানাই লাল পালের পূত্র জগন্নাথ পাল লিখিত বক্তব্য পাঠকালে বলেন, আমার পিতা কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের একজন ইংরেজী শিক্ষক ছিলেন। আমার অপর দু’ভাই দিপক কুমার পাল ও বিশ্বনাথ পালও শিক্ষক। কিন্তু একটি কুচক্রীমহল আমাদের প্রতি ঈষান্বিত হয়ে আমার ও আমার পরিবারের নামে বিভিন্ন প্রকার কুৎসা রটনা ও আজে বাজে মন্তব্য করে আসছে।  যারা আমার বাড়ি আশেপাশে এবং বাজার-ঘাটে আমাকে হেয় প্রতিপন্ন করছে। যা আমার ও আমার পরিবারের জন্য পারিবারিক ও সামাজিকভাবে সম্মান হানি করছে।

বর্তমানে তাদের উগ্রতা এত বেড়েছে যে, আমি ও আমার পারিবারের সকলে আতংকিত রয়েছি। এছাড়া আমার পূত্র এসএসসি পরীক্ষার্থী তন্ময় পাল পিয়াসের লেখাপড়ারও দারুণভাবে ক্ষতি হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *