কেশবপুরে ফরমালিন বিরোধী অভিযান
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারে অগ্রগতি বিষয়ক আলোচনা সভা এবং মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা ও ফরমালিন বিরোধী অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বড়পাথরা মৎস্যজীবি সমবায় সমিতির কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত মৎস্য সেক্টরে বর্তমান সরকারে অগ্রগতি বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী, সহকারী মগস্য অফিসার এম আলমগীর কবির ও মৎস্যজীবি মনোহর গাইন।
অপরদিকে শনিবার সকালে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা ও ফরমালিন বিরোধী অভিযান শহরের মাছবাজারে অনুষ্ঠিত হয়েছে। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারী ও সহকারী মগস্য অফিসার এম আলমগীর কবির।