কেশবপুরে পাইকারী মাছ ব্যবসায়ী সমিতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পাইকারী মাছ ব্যবসায়ী সমিতি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে। পাইকরি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার বিকালে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুরের সাবেক কৃতি খেলোয়ার জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়ৎদার মাহাবুর রহমান, মশিয়ার রহমান, আলাউদ্দীন, ইসলাম, লিটন লুৎফর প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাইকরি মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ফুটবল একাদশের সাথে পাইকরি মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফুটবল একাদশের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান ও শওকত হোসেন।