কেশবপুরে পল্লী বিদ্যুতের পরিচালক নির্বাচিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
নিরব ও অনিহা ভাবে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং কেশবপুর এলাকার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিক মোতাহার হোসাইন ছাতা প্রতীক-১০১৬ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। প্রচার বিহীন তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী সেলিমুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন মাত্র ৩৫ ভোট। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং নির্বাচনী এলাকা গঠিত।
এ এলাকার ভোটার সংখ্যা ৫৩ হাজার ১শ‘৪৩। এরমধ্যে ভোট দিয়েছেন মাত্র ১হাজার ৫৪ জন। তিনটি ভোট বাতিল হয়েছে বলে সূত্র জানায়। এনির্বাচনে ভোটারদের কোন আগ্রহ নির্বাচনের আগে তেমন লক্ষ করা যায়নি। যে কারনে ভোটর উপস্থিতি এতটায় নগন্য বলে একাধিক ভোটার জানান। ৫ফেব্রæয়ারী সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান ছিলেন বি আর ইবি’র উপ পরিচালক (প্রশাসন) শাহিন উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশন সদস্য ছিলেন, বিআরইবি’র পরিচালক শেখ নুরনবী জিন্নাহ, সহকারি পরিচালক (অর্থ) ইসমাইল হোসেন, এম এম এস পরিতোষ দাস। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা ও কেশবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন।