কেশবপুরে পরিত্রাণের প্রদীপ প্রকল্পের উপজেলা পর্যায়ে পরিচিতি সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে পরিত্রাণ কর্তৃক আয়োজিত দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস (প্রদীপ) প্রকল্পের উপজেলা পর্যায়ে পরিচিতি সভা গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এনজিও প্রতিনিধি সৈয়দ আকমল আলী, উজ্জ্বল মন্ডল, সুফিয়া খাতুন, দলিত প্রতিনিধি অসীম দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিত্রাণের প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার রবিউল ইসলাম ও প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস।