কেশবপুরে নিকাহ রেজিষ্ট্রার পদে নিয়োগে অনিয়ম
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার পদে নিয়োগের আবেদনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার-সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে জানাগেছে, সাতবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছিল ২৫-১০-২০১৮ ইংরেজী তারিখ। যে বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা এবং আবেদনপত্র গ্রহণের শেষ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। কিন্তু কেশবপুর পৌরসভার নিকাহ রেজিষ্টার ইমরান হোসেনের পূত্র খালিদ হোসেন উক্ত পদে আবেদন করেছেন। যার জন্ম তারিখ ০১-০১-১৯৯৮ ইংরেজী। সে অনুযায়ী তার বয়স ২১ বছর হয়নি। তাছাড়া খালিদ হোসেন সাতবাড়িয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয়। তিনি কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
এ ব্যাপারে সাতবাড়িয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার পদে আবেদনকারী খালিদ হোসেনের আবেদনপত্র বাতিল-সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার উপজেলা নির্বাহী অফিসার-সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ কারেছেন এলাকাবাসি।