কেশবপুরে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার বরণডালি গ্রামের মুক্তার আলীর ছেলে। মৃতের পারিবারিক সুত্র জানায়, গত ৩০ আগষ্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঐ দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করা হয়। সেখানে চিকিৎসাধিন থাকাকালীন রোববার সকালে তার মৃত্যু হয়।