কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে ২৩ জুলাই মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল বারীর সভাপতিত্বে ও লিফ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সহকারী মৎস্য অফিসার এম আলমগীর কবীর।