কেশবপুরে কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা খোপদহি আই.পি.এম.কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে কৃষকদের মাঝে কৃষিপন্য বিক্রয় কার্ড বিতরণ করা হয়েছে। খোপদহি আই.পি.এম.কৃষি সমবায় সমিতির সভাপতি এম এম সাজ্জাত হুসাইনের সভাপতিত্বে ও মাষ্টার হাফিজুর রহমানের সঞ্চালনায় সমিতির কার্যালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসাবে কৃষকদের মাঝে কৃষিপন্য বিক্রয় কার্ড বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এসিআই কোম্পানীর এরিয়া সেলস ম্যানেজার বাদশা মোঃ হুমায়ুন কবীর ও উপ-সহকারী কৃষি অফিসার সুশেন কুমার মন্ডল।