কেশবপুরে উপ-নির্বাচনে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং পাঁজিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে আইন শৃংখলা বিষয়ক সভা গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ বজলুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলাম ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী গোলাম সরোয়ার, স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন কবীর পলাশ ও পাঁজিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য আগামী ২৫ জুলাই মজিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে এবং পাঁজিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।